Publish: Tuesday, 10 December, 2024, 12:26 AM
জামাতে নামাজের জন্য ইমাম ছাড়াও আরও মুসল্লী প্রয়োজন হয়। ইমামের পেছনে যারা নামাজ আদায় করেন তাদের মুক্তাদি বলা হয়। অর্থাৎ, জামাতে নামাজ পড়তে চাইলে সর্বনিম্ন দুইজন থাকা জরুরি।
মুক্তাদি একজন হলে বালেগ পুরুষ হোক অথবা নাবালেগ বালক হোক- ইমামের ডান দিকে একটু পেছনে তার দাঁড়ানো উচিত। একজন মুক্তাদির ইমামের পেছনে বা বাঁয়ে দাঁড়ানো মাকরুহ।
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয় দু’জনের জামাত একাকী নামাজ আদায়ের চেয়ে উত্তম। তিনজনের জামাত দু’জনের জামাতের চেয়ে উত্তম। জামাতে লোকসংখ্যা যত বেশি হবে মহান আল্লাহর নিকট তা ততই বেশি পছন্দনীয়’। (নাসায়ী: ৮৪৩, আবু দাউদ: ৫৫৪)
তবে পুরুষের জন্য মসজিদের জামাতে নামাজ পড়া জরুরি। বিনা ওজরে ফরজ নামাজ ঘরে আদায় করা ঠিক নয়। একাধিক হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
নামাজে দাঁড়িয়ে ইমাম কোনো ভুল করলে তা শুধরানোর জন্য সাহু সিজদা দেওয়ার নিয়ম আছে। তবে কখনো যদি মুক্তাদি কোনো ভুল করে ফেলে তার এর জন্য তাকে কোনো সাহু সিজদা দিতে হবে না।
মুকতাদি সাহু সিজদা ওয়াজিব হওয়ার মতো কোনো ভুল করে ফেললেও তার উপর সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই প্রশ্নোক্ত ভুলের কারণে আপনাকে সাহু সিজদা করতে হবে না। তবে ইচ্ছা করে এমনটি করবেন না।
ফুকাহায়ে কেরাম বলেন, ইমামের সঙ্গে জামাতে নামাজ পড়া অবস্থায় মুক্তাদির নিজস্ব ভুলের কারণে ইমাম-মুক্তাদি কারো নামাজের ক্ষতি হয় না। কারো ওপর সাহু সেজদাও ওয়াজিব হবে না।
বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল করো, কিন্তু ইমাম কোনো ভুল না করে, তাহলে তোমার ওপর সাহু সেজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সিজদা করতে হবে।’
(মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ৪৫৬০, ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮)
ডার্ক টু হোপ/এসএইচ