বুধবার, ২২ জানুয়ারি ২০২৫,
৯ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
প্রবাস
আরব আমিরাতে রেসিডেন্সি ভিসা চালু, ভিসা পাবেন ৫৫ তদূর্ধ্ব বয়সীরা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 22 December, 2024, 12:02 AM

৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা চালু করেছে। এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এই নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রবাসীরা আমিরাতে স্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা ইতোমধ্যে আমিরাতে ছিলেন এবং ৫৫ বছর বয়স পূর্ণ করেছেন, তারাও এই ভিসার জন্য যোগ্য হবেন।

ভিসার জন্য আবেদনকারীর ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে ১ মিলিয়ন দিরহাম সম্পদ বা মাসিক ২০ হাজার দিরহাম (দুবাইয়ের ক্ষেত্রে ১৫ হাজার) আয়ের প্রমাণ থাকতে হবে। এছাড়া, সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

এই ভিসা পাঁচ বছরের জন্য বৈধ থাকবে, যা শর্ত পূরণের সাপেক্ষে নবায়ন করা যাবে। আবেদন প্রক্রিয়া আইসিপি’র অফিসিয়াল ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

অবসরপ্রাপ্ত বিদেশিদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমিরাত একটি বিশেষ প্রোগ্রামও চালু করেছে। অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য ভিসার সুবিধা পাবেন।

এই উদ্যোগের লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আরামদায়ক ও নিরাপদ জীবন নিশ্চিত করা।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
প্রবাস- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝