বুধবার, ২২ জানুয়ারি ২০২৫,
৯ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
টেকনোলজি
পাকিস্তান-বাংলাদেশে চালু হচ্ছে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা
তথ্য ও প্রযুক্তি ডেস্ক
Publish: Sunday, 5 January, 2025, 11:58 PM

বিশ্ববিদ্যালয় ও ব্যবসা-বাণিজ্যের জন্য ইন্টারনেট সংযোগের উন্নয়ন এখন গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কিছু দেশের জন্য। ‘স্টারলিঙ্ক’ বিশ্বের প্রথম এবং বৃহত্তম স্যাটেলাইটের নেটওয়ার্ক। এবার পাকিস্তানে এবং বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, যার মালিকানাধীন স্পেসএক্স কোম্পানি স্টারলিঙ্ক পরিচালনা করছে। 

এবার পাকিস্তানে স্টারলিঙ্ক সেবা চালু করার আবেদন করেছে স্টারলিঙ্ক। ইলন মাস্কের মতে, পাকিস্তান সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য তারা এখন অপেক্ষা করছে। স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী বিশ্বের বৃহত্তম স্যাটেলাইট নেটওয়ার্ক, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করা স্যাটেলাইটগুলোর মাধ্যমে কাজ করে। এই প্রযুক্তি বিশেষভাবে ব্যবহারিক হয়েছে যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছানো সম্ভব নয় বা কঠিন, যেমন দুর্গম এলাকার জন্য। স্টারলিঙ্ক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে।

পাকিস্তানে স্টারলিঙ্ক সেবা চালু করতে সাহায্য করছেন পাকিস্তানি নাগরিক সানাম জামালি। তিনি এক পোস্টে ইলন মাস্ককে ট্যাগ করে বলেন, স্টারলিঙ্ক পাকিস্তানকে একটি নতুন যুগে নিয়ে যেতে পারে, যেখানে প্রতিটি নাগরিক ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে পারবে। এর কিছুক্ষণ পরেই ইলন মাস্ক জানান, তারা ইতোমধ্যেই পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন এবং এখন অনুমোদনের জন্য অপেক্ষা করছেন।

পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা যাচ্ছে স্টারলিঙ্কের সেবা প্রবর্তন। এটি শিক্ষা, যোগাযোগ এবং ডিজিটাল সুযোগ-সুবিধা নিয়ে আসতে পারে, যা লাখ লাখ মানুষকে উপকৃত করবে। সানাম জামালি পাকিস্তানে স্টারলিঙ্কের লঞ্চ ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, বাংলাদেশের দিকেও স্টারলিঙ্কের আগমন শিগগিরই হতে পারে। সরকার ইতোমধ্যেই ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্কের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। তবে আসন্ন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের উপস্থিতি এ সময়সীমাকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। এ সম্মেলনে স্টারলিঙ্কের বাংলাদেশের আগমন বিষয়ে আলোচনা হতে পারে, যা দেশের দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সেবা আরো সহজ ও কার্যকর করবে।

বাংলাদেশে স্টারলিঙ্ক আসলে তার জনগণকে একটি নতুন ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সুযোগ দিবে। স্টারলিঙ্কের সেবা সারাদেশের নানা স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেটের জোগান বাড়াবে, বিশেষ করে যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছানো সম্ভব নয়।

এতে পাকিস্তান ও বাংলাদেশে স্টারলিঙ্কের আগমন দুটি দেশেই ডিজিটাল বিপ্লবের সূচনা হতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝