Publish: Saturday, 11 January, 2025, 10:21 PM
দেশে পাঁচ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে চার জনের মৃত্যু হলো, হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৫৭৩ জনে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন। এর আগে, সর্বশেষ গত ৫ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে দুইজনের মৃত্যু হয়। সেদিন হাসপাতালে ভর্তি হন ৭০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে তিনজনই পুরুষ।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই ছিল বেশি।
ডার্ক টু হোপ/এসএইচ