বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বিনোদন
জীবনসঙ্গীর নাম জানালেন পড়শী
বিনোদন ডেস্ক
Publish: Sunday, 12 January, 2025, 7:23 PM

“বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী”— এমন খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে পড়শীর কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। এবার পড়শী নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন।

রোববার (১২ জানুয়ারি) বিকালে পড়শী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন জীবনসঙ্গীর নাম।

লেখার শুরুতে এ গায়িকা বলেন, “আসসালামু আলাইকুম, আমি আপনাদের স্নেহের/ ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।”

বিয়ের কথা স্বীকার করে পড়শী বলেন, “আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি— এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।”

নীলয়ের সঙ্গে আকদ সম্পন্ন হয়েছে পড়শীর। তা জানিয়ে এ সংগীতশিল্পী বলেন, “গত বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু, আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।”

আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সম্পন্ন করার তথ্য জানিয়ে পড়শী বলেন, “সব ঠিক থাকলে খুব শিগগির নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।”

গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পাবেন দর্শকরা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝