Publish: Friday, 17 January, 2025, 9:43 AM
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এ বছর মেডিকেলে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর প্রতিটি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রবেশপত্র, কালো রঙের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কারণে ঢাকার সুনির্দিষ্ট কিছু এলাকা পরিহার করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ (ডিএমপি)।
এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মাঝে ঢাকায়ই রয়েছে ১৬টি ভেন্যু। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস); ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস); বেগম বদরুন্নেছা সরকারি কলেজ; ঢাকা মেডিক্যাল কলেজ; ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলী রোড); সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড); শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও); ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও); সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ; শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ইডেন মহিলা কলেজ; সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজ (মহাখালী)।
পরীক্ষা উপলক্ষে এসব পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে অনেক গাড়ি থাকবে।
তাই, এসব সড়ক যথাসম্ভব পরিহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডার্ক টু হোপ/এসএইচ