১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
সাতক্ষীরা প্রতিনিধি
Publish: Wednesday, 22 January, 2025, 10:22 PM
উপজেলা প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ, এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বংশীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই পক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল শ্যামনগর উপজেলায়।
উত্তেজনার মধ্যেই বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।
বুধবার বিকেলে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেয়। এতে বাধা দেয় সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপের নেতা-কর্মীরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: