সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫,
২১ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষা
সাত কলেজে ভর্তির আবেদন স্থগিত
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 29 January, 2025, 11:27 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান সাতটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না।
এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যারা আবেদন করেছিল তারা বিশ্ববিদ্যালয়ে ফোন করে আবেদন উইথড্র করতে চাচ্ছেন, টাকা রিফান্ড চাচ্ছেন। সে প্রেক্ষিতে আজকে থেকে আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। আজকে দুপুর পর্যন্ত আবেদন হয়েছিল ৩৫ হাজার ৫১৯।

সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে।

গত সোমবার এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না করার ঘোষণা দেয়।
যদিও এখন এসব কলেজের ভর্তি পরীক্ষা কাদের অধীন হবে, সেটি স্পষ্ট করা হয়নি। এর ফলে ভর্তি পরীক্ষার বিষয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি, এটা সরকারের ব্যর্থতা: হাসনাত
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা
ইন্টার কন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করছেন গণঅভ্যুত্থানে আহতরা
শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ শিক্ষার্থীদের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝