রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
জাতীয়
সাত লেখকের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
Publish: Saturday, 1 February, 2025, 8:21 PM

মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধনের দিন দেশের সাত কবি-লেখকের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২৪’ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় প্রত্যেককে ৩ লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।

এবছর এই পুরস্কারের জন্য প্রথমে মনোনীত ১০ জনের নাম প্রকাশ করে বাংলা একাডেমি। তবে সেই তালিকা নিয়ে বিতর্ক শুরু হলে তা স্থগিত করা হয় এবং চার দিন পর তিন জনকে বাদ দিয়ে নতুন করে তালিকা প্রকাশ করা হয়; যা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অবশেষে আলেচিত সেই পুরস্কার তুলে দেওয়া হলো।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এর আগে গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সই করা বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারের জন্য মনোনীতরা ছিলেন, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

পরে তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আছে উল্লেখ করে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। 

পরে গত ২৯ জানুয়ারি আগের ঘোষিত তালিকা থেকে তিন জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করে বাংলা একাডেমি। আগের তালিকায় মোহাম্মদ হাননানকে মুক্তিযুদ্ধ ও ফারুক নওয়াজকে শিশুসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আর কথাসাহিত্যিক সেলিম মোরশেদ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা স্থগিতের পর ২৭ জানুয়ারি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তাকে কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

সবশেষ তালিকা অনুযায়ী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ প্রাপ্তরা হলেন, মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান), সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)। এই সাত জনের হাতেই আজকের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি
খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর
ডিআরইউ'র সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ
সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
এলপিজির দাম বাড়লো
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝