সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫,
২১ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
জাতীয়
ঘন কুয়াশা: ঢাকায় নামতে না পেরে তিন বিমান গেল কলকাতায়, তিনটি সিলেটে
নিউজ ডেস্ক
Publish: Monday, 3 February, 2025, 11:52 AM

ঘন কুয়াশার কারণে রোববার মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ অনেকটাই ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেয়ে ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ও তিনটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত চলে এই অবস্থা।পরে সকাল ১০টার দিকে বিমান উঠানামা স্বাভাবিক হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে রবিবার দিবাগত মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পারায় তিনটি ফ্লাইটকে কলকাতায় পাঠানো হয়েছে।আর তিনটিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। এগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।

এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি চরমে
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড গেলো যাদের হাতে
সাবেক ৩ মন্ত্রীসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭
ঘন কুয়াশা: ঢাকায় নামতে না পেরে তিন বিমান গেল কলকাতায়, তিনটি সিলেটে
ব্যবসায়ীকে অপহরণ: ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝