Publish: Saturday, 1 March, 2025, 10:47 PM

উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দেয়া চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ডিপসিক’ চ্যাটবট এবার নিজেদের এআই মডেলগুলোর ‘ধারণাগত লাভের সূচক’ প্রকাশ করেছে। আর তাতে ফেব্রুয়ারির ২৮ তারিখ ২৪ ঘণ্টায় ৫৪৫ শতাংশ লাভের কথা উল্লেখ করেছে সংস্থাটি।
শনিবার (১ মার্চ) আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এদিন চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ডিপসিক’ কিছু আর্থিক পরিসংখ্যান প্রকাশ করে। যেখানে তাদের ‘ধারণাগত’ মুনাফা, ব্যয়ের সূচক থেকে পাঁচগুণেরও বেশি হতে পারে বলে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০ মাস বয়সী এই স্টার্ট-আপটি সিলিকন ভ্যালিতে তাদের উদ্ভাবনী এবং সহজ পদ্ধতির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে আলোড়ন তুলেছে। সংস্থাটি জানায়, ফেব্রুয়ারির শেষ দিনে ২৪ ঘণ্টার মধ্যে তাদের ভি-৩ এবং আর-১ মডেলের বিক্রয়ের জন্য ইনফারেন্সিং খরচ ৫৪৫ শতাংশে পৌঁছেছে।
ডিপসিক এর ‘ধারণাগত লাভের সূচক’ প্রকাশের মাধ্যমে এআই শিল্পে অন্য সকল ব্যবসায়িক মডেলগুলোর গোপনীয়তা স্তরকে সরিয়ে দিয়েছে বলে উল্লেখ করে সংস্থাটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে জনপ্রিয়তা পাওয়া ডিপসিক অ্যাপটি তৈরিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর তুলনায় খরচ কম হয়েছে। এছাড়া সিলিকন ভ্যালির একজন মূলধন বিনিয়োগকারী (ভেনচার ক্যাপিটালিস্ট) মার্ক অ্যান্ড্রিসেন ডিপসিককে এআইয়ের ‘অন্যতম আশ্চর্যজনক এবং চমকপ্রদ অগ্রগতি’ হিসেবেও বর্ণনা করেছেন।
ডার্ক টু হোপ/এসএইচ