ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে দুই জনের মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
Publish: Wednesday, 2 April, 2025, 4:14 PM

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম (২৩) ও কসবা উপজেলার তারেক। এদের মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সাথে পেচিয়ে চারজন নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারেক নামে আরও একজন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: