শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
২২ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগী গ্রেপ্তার
খুলনা ব্যুরো
Publish: Saturday, 5 April, 2025, 12:50 AM

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতভর একাধিক স্থানে অভিযান চালিয়ে নগদ টাকা, অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কেএমপির উপ পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় গ্রেনেড বাবুকে বাসায় পাওয়া যায়নি। 
এ সময় তার বাবা মিন্টু চৌধুরী ও ছোটভাই রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কাছে তার ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকা এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময় সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেপ্তার করা হয়। 

আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রাব্বির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে ২ বাইক আরোহীর মৃত্যু
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
‘শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে, বিস্তারিত এখনই নয়’
সাতক্ষীরায় ছাত্রদল-যুবদল মারামারি, আহত ৫
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝