রবিবার, ৬ এপ্রিল ২০২৫,
২৩ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
খেলাধুলা
ব্রাজিলের ডাগআউটে কে আসছে, সিদ্ধান্ত জুনের আগেই
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 5 April, 2025, 12:59 PM

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে লজ্জার হারের পর বরখাস্ত হন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এরপর থেকেই সেলেসাওদের ডাগআউটে কে আসছেন, সেই প্রশ্নে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় সময় শুক্রবার এই নিয়ে জরুরি বৈঠকে বসেছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সভায় উপস্থিত ছিলেন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ, পুরুষ জাতীয় দলের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর হুয়ান।

সভা শেষে সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ জানিয়েছেন, জুন মাসের ফিফা উইন্ডোর আগেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। কারণ, সামনেই রয়েছে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেই জন্যই দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ফেডারেশন। সবমিলিয়ে ব্রাজিলের ডাগআউটের নতুন কাণ্ডারি কে হবেন, এই নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে গণমাধ্যমের খবর, জর্জ জেসুস, কার্লো আনচেলত্তি কিংবা জোসে মরিনহোর মধ্যে যেকোনো একজন দায়িত্ব নিতে পারেন। 

এই তালিকায় সবচেয়ে আলোচনায় থাকা নাম জর্জ জেসুস। পর্তুগিজ এই কোচ বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-হিলালের দায়িত্ব সামলাচ্ছেন। গতকাল শুক্রবার রাতে আল-হিলাল ও আল-নাসরের মধ্যকার রিয়াদ ডার্বির পরে এই কোচকে যখন জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কিছু বলেননি; শুধু একটি ‘থাম্বস আপ’ দেখিয়ে উত্তর দেন। ওই ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল-নাসরের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল।

সিবিএফ-এর কার্যনির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো সভার বিষয়ে বলেন, 'আমরা সভাপতি এডনালদোর সঙ্গে নিয়মিত বৈঠক করছি। হুয়ানও কিছু বৈঠকে অংশ নিয়েছেন। মূল লক্ষ্য—ব্রাজিল জাতীয় দলের জন্য উপযুক্ত কোচ নির্বাচন। সিদ্ধান্ত নেওয়া মাত্রই আমরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করব, যেন দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করা যায়।'

কাইতানো আরও জানান, কোচ খোঁজার এই প্রক্রিয়ায় বিদেশি ম্যাচ পর্যবেক্ষণও চলছে। সেই সূত্রে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ) এবং পর্তুগিজ কোচ জোসে মরিনহো (বর্তমানে ফেনারবাচে)–এই দুই অভিজ্ঞ কোচও রয়েছে বিবেচনায়, 'আমাদের নির্বাচন বিভাগ নিয়মিত রিপোর্ট দিচ্ছে, মাঠ পর্যবেক্ষণ করছে এবং দেশের বাইরে প্রতিযোগিতাগুলো পর্যবেক্ষণ করছে। এই কাজ প্রতিদিনের এবং ধারাবাহিকভাবে আগেও হয়ে এসেছে।' 

সবমিলিয়ে, ব্রাজিলের ডাগআউটের নতুন কাণ্ডারি কে হবেন, তা জানতে খুব বেশি দেরি নেই। তবে জর্জ জেসুস, আনচেলত্তি না কি মরিনহো—এই ট্রায়ো থেকে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সাবেক রেলপথমন্ত্রীর বাড়িতে ব্যাপক ভাঙচুর, আগুন ও লুটপাট
হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেস সচিব
মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, যেসব সিদ্ধান্ত হলো
যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেস সচিব
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝