রবিবার, ৬ এপ্রিল ২০২৫,
২৩ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
নেপালে ৩ মিনিটে দুবার ভূমিকম্প, কাঁপল ভারতও
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 5 April, 2025, 1:08 PM

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুবার আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার এই দেশে। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ও ৮টা ১০ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। রিখটার স্কেলে যথাক্রমে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৫। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার।
 
ভূমিকম্পের ফলে পশ্চিম নেপালের সুরখেত, দৈলেখ এবং কালিকটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।
 
এর আগে, গেল শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭ দশমিক ৭। ওই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। এর প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সাবেক রেলপথমন্ত্রীর বাড়িতে ব্যাপক ভাঙচুর, আগুন ও লুটপাট
হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেস সচিব
মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, যেসব সিদ্ধান্ত হলো
যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেস সচিব
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝