সোমবার, ৭ এপ্রিল ২০২৫,
২৪ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
আইন-আদালত
বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: প্রধান বিচারপতি
রংপুর ব্যুরো
Publish: Saturday, 5 April, 2025, 5:39 PM

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগের জন্য একটি ‘স্বতন্ত্র সচিবালয়’ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ রাষ্ট্রের একমাত্র অঙ্গ, যা বহু দশক ধরে অভ্যন্তরীণ সংস্কারে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘গত আট মাসে বিচার বিভাগ সংস্কারে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে এবং এখন বিচার বিভাগের ক্ষমতার পূর্ণ পৃথকীকরণ লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছানো গেছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি এই সুযোগ নষ্ট করা হয়, তবে তাতে বিচার বিভাগের মর্যাদা এবং অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে।’ 

বিচার বিভাগের প্রধান সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, ‘বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে, যা বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।’

সেমিনারের সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টিফান লিলার শুভেচ্ছা বক্তব্য দেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এছাড়া সেমিনারে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতসহ বিভিন্ন বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন। রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সরকারি কৌশুলি, পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য আইনজীবীরাও সেমিনারে উপস্থিত ছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানাল বাংলাদেশ
শুল্ক প্রস্তাব ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক শাস্তিযোগ‍্য অপরাধ, আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না: উপদেষ্টা ফরিদা
আইন-আদালত- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝