Publish: Sunday, 6 April, 2025, 9:01 AM

ঈদে টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলছে সব সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। রোজার আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে অফিস।
তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও কয়েকদিন পর।
ঈদের আগে গত ২৭ মার্চ ছিল অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এর পরদিন থেকে শুরু হয় সরকারি ছুটি।
গত ২০ মার্চ ঈদ উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা নয় দিনের ছুটি মেলে। গত ৩১ মার্চ দেশে উদযাপিত হয় ঈদুল ফিতর।
ডার্ক টু হোপ/এসএইচ