সোমবার, ৭ এপ্রিল ২০২৫,
২৪ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩
কক্সবাজার প্রতিনিধি
Publish: Sunday, 6 April, 2025, 4:01 PM
নিহত জামায়াত আমির আবদুল্লাহ আল মামুন (বায়ে) ও তার চাচাতো ভাই আবদুল মান্নান।

নিহত জামায়াত আমির আবদুল্লাহ আল মামুন (বায়ে) ও তার চাচাতো ভাই আবদুল মান্নান।

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

উখিয়া থানার ওসি আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— রাজা পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার জামায়াতে ইসলামীর আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), তার চাচাতো ভাই আবদুল মান্নান ও বোন শাহীনা বেগম (৩৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (ইউপি সদস্য) হেলাল উদ্দিন বলেন, মাত্র ১৪ কড়া ভিটি জমি নিয়ে মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে তার চাচাতো ভাই আবদুল মান্নানের বিরোধ চলছিল। রবিবার সকালে মাওলানা মামুন জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের লোকজন ছুরি ও ধারালো দা নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় গুরুতর অবস্থায় আবদুল্লাহ আল মামুনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া তার চাচাতো ভাই আবদুল মান্নান ও তার বোন শাহীনাকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পর মারা যান। 

তিনি আরো জানান, সংঘর্ষে আহত চারজনের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক শাস্তিযোগ‍্য অপরাধ, আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না: উপদেষ্টা ফরিদা
নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৯০০ কোটি টাকার তহবিল গঠন
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝