বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫,
৪ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
জাতীয়
সংস্কার ও মিয়ানমার নিয়ে আলোচনায় আসছেন মার্কিন দুই কর্মকর্তা
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 8 April, 2025, 7:27 AM

সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা। ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের। পরদিন পৃথক সফরে আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। এ ছাড়া সফরে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকা সফর করবেন মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক নিকোল। ঢাকা সফরে সংস্কার, সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা এবং গণতান্ত্রিক পথে ফেরত আনার বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। সফরকালে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকের কথা রয়েছে।

নিকোল অ্যান চুলিকের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সমকালকে বলেন, ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটাই প্রথম সফর হতে যাচ্ছে। নিকোল অ্যান চুলিক বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না থাকায় এ দপ্তরের দায়িত্ব তিনি পালন করছেন। সফরকালে এ কর্মকর্তা বাংলাদেশে চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে এ সংস্কারে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সে চাহিদাগুলো জানতে চাইবেন।

তিনি বলেন, ১/১১-এর সময় সংস্কারে জোর না দেওয়াটা এক প্রকার ভুল মনে করে মার্কিনিরা। ফলে জরুরি সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সহযোগী হিসেবে থাকতে চায় দেশটি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে জাপার অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ
বিএসএমএমইউর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
শতবছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট
ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
জাতীয়- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝