চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরের এই ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এই তথ্য জানিয়েছে এপি।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টায় আগুনের সূত্রপাত হয়। পরে ছয়ঘণ্টাব্যাপী জ্বলতে থাকে আগুন। চীনের কর্মকর্তারা আগুনের কারণ অনুসন্ধান করছেন।
এ ঘটনায় ১৯ জনকে জীবিত উদ্ধার করে পর্যবেক্ষণের জন্য পার্শ্ববর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় সেখানে দায়িত্বরত একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত জানুয়ারিতে, হেবেই শহরের ঝাংজিয়াকুউয়ের একটি খাদ্য বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হয়।
ডার্ক টু হোপ/এসএইচ