বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
নোয়াখালী প্রতিনিধি
Publish: Saturday, 12 April, 2025, 10:36 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব উদ্দিন (৩০) সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।     

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাকিব উদ্দিনের ছোট ভাই সাকিব আগে তিনটি বিয়ে করেন। কয়েক দিন আগে চতুর্থ বিয়ে করেন সাকিব। এ নিয়ে গতকাল রাত দুইটার দিকে নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে বড় ভাই রাকিবের বুকে ছুরিকাঘাত করেন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর ছোট ভাই সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ – এ কল দিয়ে বড় ভাইকে হত্যা করার বিষয়টি জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম আজমল হুদা জানান, আজ শনিবার দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হাতিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে অভিযুক্ত ছোট ভাই মো. সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে আবাসিক হলও
ফের আন্দোলনে ফিরছে কারিগরি শিক্ষার্থীরা, বৃহস্পতিবার নতুন কর্মসূচি
অতি মাত্রার গরমে শরীরকে আরাম দেয় যেসব খাবার
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো, ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস
২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝