ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা হয়েছে। একটি আইনি সহায়তা সংস্থা এ মামলা করেছে। মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতি (ট্যারিফ) চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করেছে একটি আইনি সহায়তা সংস্থা। সংস্থাটি অভিযোগ করেছে, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।
‘লিবার্টি জাস্টিস সেন্টার’ নামে ওই সংস্থাটি জানিয়েছে, তারা পাঁচটি ক্ষতিগ্রস্ত মার্কিন আমদানিকারক সংস্থার পক্ষে এই মামলাটি করেছে। এসব সংস্থা এমন কিছু পণ্য আমদানি করে যেগুলোর উপর ট্রাম্প প্রশাসন ট্যারিফ আরোপ করেছিল।
লিবার্টি জাস্টিস সেন্টারের সিনিয়র কাউন্সেল জেফরি শোয়াব বলেন, বিশ্ব অর্থনীতিতে এমন ব্যাপক প্রভাব ফেলতে পারে— এমন কর আরোপের ক্ষমতা কোনো একক ব্যক্তির হাতে থাকা উচিত নয়। সংবিধান অনুসারে, কর নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়।
মামলায় ক্ষতিগ্রস্ত হিসেবে যে ব্যবসাগুলোর নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছে নিউ ইয়র্কের একটি ওয়াইন ও স্পিরিট আমদানিকারক প্রতিষ্ঠান, একটি স্পোর্টফিশিং যন্ত্রপাতি উৎপাদন ও বিক্রয়কারী ই-কমার্স কোম্পানি, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে আমদানি করা রজন দিয়ে তৈরি ইউএস ভিত্তিক পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ভার্জিনিয়ার একটি ইলেকট্রনিক কিট এবং বাদ্যযন্ত্র নির্মাতা ক্ষুদ্র ব্যবসা এবং ভেরমন্টের নারীদের সাইক্লিং পোশাক প্রস্তুতকারক একটি ব্র্যান্ড।
ট্যারিফবিরোধী আরেকটি অনুরূপ মামলা ফ্লোরিডার একটি ফেডারেল আদালতেও চলমান, যেখানে এক ছোট ব্যবসার মালিক চীনের উপর আরোপিত ট্যারিফ বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, হোয়াইট হাউস এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ডার্ক টু হোপ/এসএইচ