বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বিনোদন
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বিনোদন ডেস্ক
Publish: Wednesday, 16 April, 2025, 10:31 AM

পর্দায় চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই অভিনেত্রী সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। শোবিজে এই অভিনেত্রীর যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এবারের ঈদে নাটক দিয়ে নেটিজেনদের নজর কাড়তে না পারলেও হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সম্প্রতি ইয়ামাহার অনুষ্ঠানে খোলামেলা পোশাকে নাচের কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি।

সামাজিক মাধ্যমের সমালোচনার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। ভিডিও ছড়িয়ে পড়ায় খানিকটা বিরক্ত অভিনেত্রী নিজেও। তিনি অবশ্য দায় চাপিয়েছেন, যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার ওপরেই। তিনি মনে করেন, ভিডিওটি যিনি পাবলিশ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এমনভাবে উপস্থাপন করেছেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেক মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।’

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সে জন্য হয়তো এমন লেগেছে।’

এর আগে গায়ের রঙের কারণে ট্রলের শিকার হয়েছিলেন মাহি। শুটিংয়ের ফাঁকে মেকাপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন অভিনেত্রী। আর তখন তার এক সহকর্মী মজার ছলেই ভিডিও করে। পরে যা ভাইরাল হয়ে যায়। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
চলছে কাঁচা আমের মৌসুম, জেনে নিন খাওয়ার উপকারিতা
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বিনোদন- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝