মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
অর্থনীতি
দেড় লাখে পৌঁছাল স্বর্ণমুদ্রার দাম
নিউজ ডেস্ক
Publish: Sunday, 20 April, 2025, 9:53 PM

স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে এবার বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপার মুদ্রার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে প্রায় এক লাখ ৬৮ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে প্রতিটি স্মারক মুদ্রার দাম এক লাফে ১৫ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৫০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ৩৫ হাজার টাকা।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (২০ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটি বিক্রি হ‌বে ১ লাখ ৫০ হাজার টাকায়।

এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রুপার মুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭  গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৭ হাজার টাকা নির্ধারণ করা আছে।

অন্যদিকে গতকাল শনিবার এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা বিক্রি হয়ে আসছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে অনার্স বোর্ড চাইলেন মিরাজ
মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো
১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন, প্রক্রিয়াধীন রয়েছে ২০ হাজার
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩৯ ফিলিস্তিনি নিহত
কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অর্থনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝