মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
পোপ ফ্রান্সিসের প্রতি বিশ্বনেতাদের শ্রদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 21 April, 2025, 7:14 PM

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এদিকে পোপ ফ্রান্সিসের প্রতি বিশ্বনেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অনেকে পোপের সঙ্গে তাদের ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করেছেন।

পোপের প্রতি শ্রদ্ধা জানানো বিশ্ব নেতাদের মধ্যে প্রথম ব্যক্তি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো পোপকে নম্র মানুষ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নম্রতার মানুষ, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে ভঙ্গুর ব্যক্তিদের পাশে থাকা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোপ ফ্রান্সিসকে মানবতাবাদ এবং ন্যায়বিচারের সর্বোচ্চ মূল্যবোধের রক্ষক হিসেবে স্মরণ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। পুতিন এই অসাধারণ ব্যক্তির সাথে অনেকবার যোগাযোগের সুযোগ পেয়েছিলেন বলে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি জানতেন কীভাবে আশা দিতে হয়, প্রার্থনার মাধ্যমে দুঃখ লাঘব করতে হয় এবং ঐক্য গড়ে তুলতে হয়।

জেলেনস্কি আরও বলেন, প্রয়াত পোপ ইউক্রেন এবং ইউক্রেনিয়ানদের জন্য শান্তির প্রার্থনা করেছিলেন। আমরা ক্যাথলিক এবং সব খ্রিস্টানদের সাথে শোক প্রকাশ করছি যারা আধ্যাত্মিক সহায়তার জন্য পোপ ফ্রান্সিসের দিকে চেয়েছিলেন। চিরন্তন স্মৃতি!

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত। একটি জটিল এবং চ্যালেঞ্জিং সময়ে বিশ্ব ও চার্চের জন্য তার নেতৃত্ব ছিল সাহসী।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি দরিদ্র, নিপীড়িত ও অবহেলিতদের জন্য একজন পোপ ছিলেন।

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, পোপ তার নম্রতা ও কম ভাগ্যবানদের প্রতি পবিত্র ভালোবাসা দিয়ে ক্যাথলিক চার্চের বাইরেও লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে ব্যথিত জানিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পোপ ফ্রান্সিসকে একজন ভালো, উষ্ণ এবং সংবেদনশীল মানুষ হিসেবে স্মরণ করেছেন।

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন, পোপ ফ্রান্সিস শান্তি, ভালোবাসা এবং করুণার কণ্ঠস্বর ছিলেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের প্রতি পোপ ফ্রান্সিসের অঙ্গীকারের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি বলেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি শোকাহত। শান্তি, সামাজিক ন্যায়বিচার এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের প্রতি তাঁর অঙ্গীকার এক গভীর দৃষ্টান্ত রেখে গেছে। শান্তিতে থাকুন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রেম করবো কীভাবে, সব নায়ক তো বিবাহিত: দীঘি
বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ‘ভাঙচুর’, যা বলছে কর্তৃপক্ষ
সংঘর্ষের জেরে সিটি কলেজ বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝