Publish: Tuesday, 22 April, 2025, 1:59 PM

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার কেস ডায়েরি পুড়ে যাওয়ার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার তদন্তের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার সংবাদ প্রচার করছেন, যা সঠিক নয়।’
তিনি আরও জানান, আদালতে নথি পুড়ে যাওয়ার কোনো বিষয় বলা হয়নি। বরং এডিশনাল অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ আদালতকে জানান, ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হওয়ায় পুরনো নথিগুলো খুঁজে পেতে সময় লাগছে।
মামলার সর্বশেষ শুনানিতে রাষ্ট্রপক্ষ নয় মাস সময় চাইলেও, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিন মাস সময় বৃদ্ধির প্রস্তাব দেন। বিচারক সবদিক বিবেচনা করে ছয় মাস সময় বাড়িয়ে মৌখিক আদেশ দেন।
ডার্ক টু হোপ/এসএইচ