Publish: Wednesday, 23 April, 2025, 1:55 PM

ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির প্রাণির চাহিদা বাড়ে। তবে, প্রয়োজনের তুলনায় প্রাণি বেশি থাকায় গবাদি প্রাণি আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের।
জানা গেছে, কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে নেয়া হচ্ছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ। খামারিরা যেনো ন্যায্য দাম পান, সে বিষয়েও নজরদারি করবে সরকার।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেলো বছর দেশে কোরবানি উপযোগী সোয়া কোটি প্রাণি ছিলো; যেখানে কোরবানিতে ব্যবহার করা হয় এক কোটির বেশি।
ডার্ক টু হোপ/এসএইচ