শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
স্বাস্থ্য
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে এক মৃত্যু, হাসপাতালে ৯ জন
নিউজ ডেস্ক
Publish: Friday, 25 April, 2025, 9:26 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন।

এই নিয়ে গত সাত দিনে অর্থাৎ এক সপ্তাহে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু এবং মোট আক্রান্ত হয়েছে ২০২ জন। এর আগের সপ্তাহে ২ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১৫৩ জন। সেই হিসেবে ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

শুক্রবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৪৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী রয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ২ হাজার ২৪৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের এবং মোট আক্রান্ত ২ হাজার ৪২৯ জন। আর এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছিলেন একলাখ এক হাজার ২১৪ জন। তার আগের বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
সারাদেশে বিশেষ অভিযানে আরো ১৬৪২ গ্রেপ্তার
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে এক মৃত্যু, হাসপাতালে ৯ জন
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
স্বাস্থ্য- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝