শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
রাজনীতি
ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ
নিউজ ডেস্ক
Publish: Saturday, 26 April, 2025, 10:11 AM

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ মতবিনিময় সভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সভা শুরু হবে।

শুক্রবার (২৫ এপ্রিল) দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বলা হয়, সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি।

এর আগে, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেসময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। 

প্রসঙ্গত, সম্প্রতি ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে ৩ দফা বৈঠক করেছে বিএনপি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নিপীড়নের মুখে যাতে কেউ না পড়ে এমন বাংলাদেশ গড়তে চাই: আলী রীয়াজ
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
সিন্ধুতে হয় পানি, না হয় বইবে ভারতীয়দের রক্ত: বিলাওয়াল
লাহোর বিমানবন্দরে আগুন, বাতিল সব ফ্লাইট
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত
রাজনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝