রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
শিক্ষা
ইউআইউর ভিসি-ডিনসহ একযোগে ১১ কর্মকর্তার পদত্যাগ
নিউজ ডেস্ক
Publish: Sunday, 27 April, 2025, 12:37 AM

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়াসহ বিশ্ববিদ্যালয়টির ১১ জন কর্মকর্তা। শনিবার (২৬ এপ্রিল) রাতে পদত্যাগের ঘোষণা দেন তারা। রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুকে দেয়া ওই পোস্টে উপাচার্যের পদত্যাগপত্রের পাশাপাশি ইউআইইউ’র ১০ জন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকের সই করা পদত্যাগপত্রের ছবিও শেয়ার করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া ছাড়াও পদত্যাগ করা বিভিন্ন পদের কর্মকর্তারা হলেন- মো. রেজওয়ান খান, এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, মোহাম্মদ ওমর ফারুক, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মো. কে মাসুকুর রহমান, ড. তাহমিনা ফয়েজ, ড. সুমন আহমেদ, ড. জান্নাতুন নুর মুক্তা, ড. এস এম রফিকুল ইসলাম ও ডিরেক্টর (কো-অর্ডিনেশন) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন।

এর আগে শনিবার সকাল থেকে ৩ দফা দাবিতে আন্দোলনে নামেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলন শুরু হয়। পরে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো-

১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ ছাড়াও ইউআইউ রিফর্ম ১.০ ও জুলাই বিপ্লবে বাধা দেয়া, এক ছাত্রীর বাবা মারা যাওয়ার পর তার কাছে কাউন্সিলর থেকে ডেড সার্টিফিকেট চাওয়া, আইসিইউ ফেরত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে অস্বীকৃতি জানানো, বিশ্ববিদ্যালয়ে একক সিন্ডিকেট তৈরির অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ।
Advertisement

২. মিড টার্ম পরীক্ষার সময় ১৫ মিনিট কমিয়ে দেয়া হয়েছে। এটি আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

৩. ইউআইউ রিফর্ম ১.০ এ যেসব দাবি মানা হয়েছিল, সব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিশেষভাবে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি মিড টার্মে কোর্সপ্রতি ২ হাজার টাকা ও ফাইনাল পরীক্ষায় ৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ভারত-পাকিস্তান সীমান্তে আবারো গোলাগুলি
ইরানের বন্দরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট
শিক্ষা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝