বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। আগামী তিন বছরের জন্য অন্তর্বর্তী সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শারাবান তাহরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের এ কথা জানানো হয়।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক একাডেমির বর্তমান সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সেলিনা হোসেন সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক চার দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রক্ষায় তিনি সোচ্চার এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ডার্ক টু হোপ/এসএইচ