শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
২৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
রাজনীতি
দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চায়: ১২ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 30 May, 2025, 3:28 PM

১২ দলীয় জোট নেতারা বলেছেন, কেবল একটি দল নয়—এ বছরের ডিসেম্বরে সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এর মাধ্যমে দেশ মুক্তি ও উন্নতির পথে এগিয়ে যাবে।

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য "এক কথায় নিরেট মিথ্যাচার"।

তাদের দাবি, ইউনূস কৌশলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন এবং জনবিচ্ছিন্ন, মৌলবাদী গোষ্ঠীকে পাশে রেখে প্রকৃত গণতান্ত্রিক শক্তিকে অপমান করেছেন। তারা অভিযোগ করেন, এসব দল ২০২৪ সালের আন্দোলনে কোনো ভূমিকাই রাখেনি।

১২ দলীয় জোটের নেতারা বলেন, দেশের জনগণ, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান—ডিসেম্বরে নির্বাচন চাই। তাই প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের উচিত অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা এবং আরও নয় দলের শীর্ষ নেতারা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

গ্যাস-পানির বিল বকেয়া থাকলে বাতিল হবে প্রার্থীর মনোনয়নপত্র
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝