শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
২৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
রাজনীতি
জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় মামলা
রংপুর ব্যুরো
Publish: Saturday, 31 May, 2025, 1:19 PM

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পৈতৃক বাসায় হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি, বহিষ্কৃত মুখপাত্র নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদেরও অভিযুক্ত করা হয়।

আরিফ আলী সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে জিএম কাদেরের রংপুরের বাসভবন স্কাইভিউতে দেশীয় অস্ত্র, কাটা রাইফেল ও ককটেলসহ সন্ত্রাসীরা হামলা চালায়। তারা জানালার কাচ ভেঙে ফেলেন এবং মোটরসাইকেলে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় জিএম কাদের নিজ বাসভবনে অবস্থান করছিলেন।

মামলা দায়েরের সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এক ঘণ্টার বেশি সময় বসিয়ে রাখেন এবং আদালতে মামলা করার পরামর্শ দেন বলে অভিযোগ করেন আরিফ। তিনি বলেন, “এত বড় ঘটনার যদি মামলা না হয় তাহলে আইনের শাসন কোথায়?”

পরে রাত পৌনে ১২টার দিকে ওসি আতাউর রহমান জানান, “জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে রংপুরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় ছাত্র সমাজের নেতারা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালুর সিদ্ধান্ত, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
গ্যাস-পানির বিল বকেয়া থাকলে বাতিল হবে প্রার্থীর মনোনয়নপত্র
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝