শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
লাইফস্টাইল
ফ্রিজে মাংস দ্রুত বরফ করতে জেনে নিন উপায়
লাইফস্টাইল ডেস্ক
Publish: Saturday, 7 June, 2025, 5:52 PM

কোরবানির ঈদে কমবেশি সবার বাড়িতেই পশু জবাই হয়। স্বজন ও মিসকিনের ভাগ বন্টন শেষে মাংস টাটকা রাখতে তা ফ্রিজেই সংরক্ষণ করা হয়।

অন্যান্য সময়ের চেয়ে কোরবানিতে ফ্রিজে বেশি মাংস সংরক্ষণ করতে হয়। অনেক সময় দেখা যায়— একসঙ্গে অনেক মাংস রাখার ফলে বরফ জমতে সময় নেয় আবার ফ্রিজের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে সময় মতো বরফ না হওয়ায় মাংস নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় কিংবা স্বাদ নষ্ট হয়ে যায়। ফলে কোরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণের সঠিক ধারণা রাখতে হবে।

কারণ, তাপমাত্রা এবং নিয়ম মেনে মাংস সংরক্ষণ করলে ফ্রিজও ভালো থাকবে; ভালো থাকবে মাংসও।

বিশেষজ্ঞদের মতে, কোরবানির মাংস ভালোভাবে সংরক্ষণ করতে হলে ফ্রিজের তাপমাত্রা -১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা জরুরি। তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস ছোট ছোট ভাগে কেটে, শুকিয়ে ও এয়ারটাইট প্যাকেটে রেখে সংরক্ষণ করলে তা ৬ মাস পর্যন্ত ভালো থাকতে পারে।

দেশের অধিকাংশ হাউজহোল্ড রেফ্রিজারেটরের তাপমাত্রা সংখ্যায় না দিয়ে স্কেলে (১ থেকে ৭ বা মিনিমাম থেকে ম্যাক্সিমাম) দেওয়া থাকে। সে অনুযায়ী কোরবানির সময় ফ্রিজের স্কেল ৪ বা ৫-এ সেট করাই সবচেয়ে ভালো। এতে করে বরফ জমবে দ্রুত এবং সংরক্ষিত মাংস ৬ মাস পর্যন্ত ভালো থাকবে।

অনেক ফ্রিজেই উপরের চেম্বার বা ফ্রিজারে ডিপ করার সুবিধা থাকে। এই অংশের আদর্শ তাপমাত্রা -১৫° থেকে -১৮°। যদিও এটি ডিপ ফ্রিজের মতো কার্যকর নয়, তবে এতে ১-২ মাস পর্যন্ত মাংস সংরক্ষণ করা সম্ভব। ফ্রিজে সুপার ফ্রিজ মোড বা ফাস্ট ফ্রিজ ফিচার থাকলে কোরবানির প্রথম দিন তা চালু রাখা যেতে পারে, এতে দ্রুত বরফ জমে। যেসব ফ্রিজের নিচের চেম্বারে ডিপ ফ্রিজ থাকে, সেগুলোর আদর্শ তাপমাত্রা ০° থেকে ৪°।

এতে মাংস দীর্ঘদিন সংরক্ষণ সম্ভব নয়। এই ধরনের ফ্রিজে তাপমাত্রা ৩ বা ৪ স্কেলে রেখে, দ্রুত বরফ হওয়া নিশ্চিত করে মাংস শিগগিরই খেয়ে ফেলা ভালো।

দ্রুত বরফ জমাতে যা করবেন:

মাংস ছোট প্যাকেটে ভাগ করুন; এয়ারটাইট ব্যাগ ব্যবহার করুন; ফ্রিজ কম খুলুন; ফ্রিজে জায়গা রাখুন।

রক্ত ঝরিয়ে ভালোভাবে ধুয়ে, শুকিয়ে ফ্রিজে রাখুন; প্রতিটি প্যাকেটে তারিখ লিখে রাখুন। আগে রাখা মাংস আগে ব্যবহার করুন (এফআইএফও)। বিদ্যুৎ চলে গেলে ফ্রিজ না খোলাই উত্তম। পানিসহ রেখে দিলে বরফ জমে ফ্রিজের সমস্যা হতে পারে। ভেজা মাংসে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, যা সংরক্ষণের ক্ষেত্রে বিপজ্জনক।

সঠিক তাপমাত্রা ও নিয়ম মেনে ফ্রিজে মাংস সংরক্ষণ করলে শুধু তার স্বাদ ও গুণাগুণই অক্ষুণ্ন থাকবে না, বরং পরিবারের সবার স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
লাইফস্টাইল- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝