শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ধর্ম
স্বর্ণ-রূপার সুতোয় বোনা কোরআনের আয়াতে কাবার নতুন গিলাফ
অনলাইন ডেস্ক
Publish: Wednesday, 25 June, 2025, 11:16 PM

সৌদি আরবে ১১ মাসের নিবিড় পরিশ্রমের পর পবিত্র বায়তুল্লাহর ২০২৫ সালের নতুন কিসওয়া (গিলাফ) উন্মোচন করা হয়েছে। হাতের তৈরি ৪৭টি রেশমি প্যানেল, স্বর্ণ ও রূপার সুতো দিয়ে লেখা ৬৮টি কোরআনের আয়াত আর এক হাজার ৪০০ কেজিরও বেশি ওজনের এই কিসওয়া পবিত্রতা ও ইসলামি কারুশিল্পের এক অনন্য নিদর্শন।

কিসওয়া হলো কাবা শরিফকে ঢেকে রাখার জন্য ব্যবহৃত কাপড়। এটিকে বাংলায় ‘গিলাফ’ বলা হয়। এটি প্রতি বছর একবার পরিবর্তন করা হয়।

বিশ্বের সব চেয়ে দামি কাপড় কাবার কিসওয়া তৈরি হয় ৮২৫ কেজি প্রাকৃতিক রেশম, ১২০ কেজি সোনার সুতো, ৬০ কেজি রূপার সুতোয়। কিসওয়ার মোট ওজন এক হাজার ৪১৫ কেজি। এর দাম ২৫ মিলিয়ন রিয়াল।

এই বছরের কিসওয়া তৈরি হয়েছে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবায়।

২০২৪ সালের জুলাই মাসে এর উৎপাদন কাজ শুরু হয়। ডিজাইনার, শিল্পী, ক্যালিওগ্রাফার ও বয়ন বিশেষজ্ঞরা একত্রিত হয়ে নির্ধারণ করেন বছরের কোরআনিক আয়াত ও অলংকরণ।

১১ মাসের এই দীর্ঘ প্রক্রিয়ায় সাত ধরনের উন্নত মানের কাপড় দিয়ে তৈরি হয় ৪৭টি প্যানেল। প্রতিটি প্যানেলে ছিল কিসওয়ার বিখ্যাত সোনালি ‘হিজাম’ বা বেল্টের সূচিকর্ম।

প্রতিটি ধাপ, কাটা, বোনা, সূচিকর্ম ও চূড়ান্ত জোড়ার কাজ, গভীরভাবে পরীক্ষা করা হয় পবিত্রতার মানদণ্ড পরিপূর্ণ অনুসরণ করে।

কিসওয়ার বাইরের স্তর তৈরি হয়েছে কালো রেশম দিয়ে, দীপ্তিময়তা ও টেকসই গুণে নির্বাচিত।

ভিতরের স্তরে রয়েছে, সবুজ রেশম, ঐক্য ও শান্তির প্রতীক, সাদা সুকারি ও সাধারণ সুতি কাপড়, কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করে, লাল রেশম, ভাঁজের মাঝে উষ্ণতা ও আভিজাত্য যোগ করে।

কারিগররা কয়েকশ কেজি ওজনের সোনার প্রলেপযুক্ত রূপার সুতো ব্যবহার করে রেশমি কাপড়ে সূচিকর্ম করেছেন ৬৮টি কোরআনের আয়াত।

এই আয়াতগুলোতে রয়েছে, আল্লাহর নাম, যেমন আর রহমান ও আর রহিম। ঈমানের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, কাবার মাহাত্ম্য ও একত্ববাদের বার্তা। দয়া, ঐক্য ও ইবাদতের বিষয়বস্তুর ওপর আয়াত।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ধর্ম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝