শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
টেকনোলজি
স্টারলিংক দেশি উদ্যোক্তাদের জন্য হুমকি: আইএসপিএবি
নিউজ ডেস্ক
Publish: Saturday, 28 June, 2025, 11:36 PM

স্টারলিংককে দেশের ইন্টারনেট প্রোভাইডারদের জন্য হুমকি হিসেবে দাবি করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। সেইসাথে প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিতের জন্য ৭ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। 

শনিবার (২৮ জুন) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এ সময় ৪০০ টাকায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তোলেন তারা। 

রাজধানীর মহাখালীর রাওয়া মিলনায়তনে খসড়া টেলিকম নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করা হয় কর্মশালার। সেখানে ইন্টারনেট খাত নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সেবাদানকারী সংগঠনের নেতারা।

মার্কিন ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক দেশের উদ্যোক্তাদের জন্য হুমকি বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বিদেশি কোম্পানি এখান থেকে লাভ তুলে নিয়ে যাবে আর ক্ষতির মুখে পড়বে দেশি কোম্পানি।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘স্টারলিংকের ব্যাপারে আইএসপিএবির বক্তব্য হলো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তারা বিদেশ থেকে ব্যান্ডউইথ নিচ্ছে কেন? তারা কি কাগজপত্র দিয়ে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে? তারা কি সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে? তাদের আইএসপির লাইসেন্স নিয়ে ব্যবসা করা উচিত।’

সর্বনিম্ন ৪০০ টাকার অফারের বাধ্যবাধকতার কারণে দেশের আইএসপি কোম্পানিগুলো বিলুপ্ত হওয়ার শঙ্কার কথাও তুলে ধরেন সংগঠনটির নেতারা।

আমিনুল হাকিম বলেন, ‘৫০০ টাকার ইন্টারনেট ৪০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত আইএসপিবির সঙ্গে কোন কথা না বলে একতরফাভাবে নেয়া হয়েছে। এ টাকা সেবা দেয়া মোটেও সম্ভব নয়।’

দেশের উদ্যোক্তাদের রক্ষায় নীতিগত সিদ্ধান্ত বদলানোর আহ্বান ইন্টারনেট সেবাদাতাদের।  প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিতে ৭ দফা দাবি তুলে ধরা হয় কর্মশালায়।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝