শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
বিনোদন
প্রতারণার শিকার আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
Publish: Wednesday, 9 July, 2025, 2:24 PM

বিশ্বাস করে বেদিকা শেঠির ওপর সমস্ত কিছু দেখভালের দায়িত্ব দিয়েছিলেন আলিয়া ভাট। ব্যক্তিগত সহকারী হিসেবে অভিনেত্রীর আর্থিক লেনদেন সামলানোর ভারও ছিল তার ওপর। এতকিছু সামলাতে গিয়ে বেদিকা সামলাতে পারেননি নিজেকে। আলিয়াকে প্রতারিত করে হাতিয়ে নেন প্রায় ৭৭ লাখ রুপি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্ট দুই বছর আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেন বেদিকা। বিষয়টি প্রথম নজরে আসে আলিয়ার মা সোনি রাজদানের। বেদিকার বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন পুলিশে। 

এরপরই মাঠে নামে ভারতীয় পুলিশ। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে অভিযুক্তকে। পাঁচ দিনের ট্রানজ়িট রিমান্ডে মুম্বাইয়ে আনা হয় বেদিকাকে। মঙ্গলবার (৮ জুলাই) তাকে আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে, জাল বিল তৈরি করতেন বেদিকা। এরপর ভ্রমণসহ নানাবিধ খাতে খরচ দেখিয়ে স্বাক্ষর নুতেন আলিয়ার। এভাবে দুই বছরে ৭৬ লক্ষ ৯০ হাজার রুপি হাতিয়ে নেন তিনি।

এদিকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি আলি। তিনি ব্যস্ত নতুন ছবি ‘আলফা’র শুটিংয়ে। এতে তাকে দেখা যাবে এজেন্টের চরিত্রে। জানা গেছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। বিশেষ অতিথির ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝