শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 16 July, 2025, 6:54 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।  আর এই সময়ে  নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন। এই নিয়ে চলতি বছরের জানুযায়ী থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন।  

বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ জন,   খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, রংপুর  বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১৪ হাজার ৬০৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, বুধবার করোনাবিষয়ক অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন একজন। এর আগের দিন  মঙ্গলবারও  করোনায় কারও মৃত্যু হয়নি তবে  আক্রান্ত হয়েছিলেন ৭ জন। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ জনের এবং এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৯১ জন।

অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৩৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া
গোপালগঞ্জে কারফিউ’র সময়সীমা শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
স্বাস্থ্য- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝