শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
জাতীয়
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
Publish: Thursday, 17 July, 2025, 4:37 PM

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনার গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু এত পরিমাণ হবে এ তথ্য ছিল না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে সেখানে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দলটি যে অভিযোগ তুলেছে এ সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা বলেন, অনেকে অনেক কথা বলে। যার যার বক্তব্য সে দিবে।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহত হয় চারজন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝