এসএসসি পরীক্ষার ফলাফলে এক নজিরবিহীন ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে রাজবাড়ীতে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো হয়েছে এক শিক্ষার্থীকে। এই ঘটনায় হতবাক ও হতাশ ছাত্র এবং তার পরিবার। ভুক্তভোগী ওই ছাত্রের নাম বিরাজ আহমেদ শেখ।
বিরাজ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোহাম্মদ আবদুল আলীম শেখের ছেলে এবং গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
জানা যায়, বিরাজ আহমেদ শেখ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে অকৃতকার্য হন। নিয়ম অনুযায়ী, তিনি ২০২৫ সালে শুধু সেই রসায়ন বিষয়েরই পুনঃপরীক্ষায় অংশ নেন। তার প্রবেশপত্রেও শুধুমাত্র একটি বিষয়ই উল্লেখ ছিল।
কিন্তু সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিরাজ রসায়নের পাশাপাশি কৃষি শিক্ষা বিষয়েও ফেল করেছেন। অথচ তিনি এই বিষয়ে পরীক্ষায় অংশই নেননি এবং তার প্রবেশপত্রেও এই বিষয়ের কোনো উল্লেখ ছিল না।
এই অপ্রত্যাশিত ফলাফলে হতভম্ব বিরাজ বলেন, "আমি শুধু রসায়নে ফেল করেছিলাম, তাই এবার শুধু সেই একটি বিষয়ের পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফল দেখে আমি অবাক, আমাকে কৃষিতেও ফেল দেখানো হয়েছে! আমি তো এই পরীক্ষা দিইনি। এটা কীভাবে সম্ভব, আমি বুঝতে পারছি না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
এই ঘটনায় বিরাজের পরিবার হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, শিক্ষা বোর্ডের এ ধরনের মারাত্মক ভুল একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন এবং ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।
এ বিষয়ে জানতে কারিগরি শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে বিরাজের পরিবার জানিয়েছে, তারা এই ত্রুটিপূর্ণ ফলাফল সংশোধন এবং পূর্ণ তদন্তের জন্য দ্রুতই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানাবেন।
শিক্ষা ব্যবস্থার এমন ত্রুটিপূর্ণ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, যদি এটি নিছক ভুল হয়ে থাকে, তবে কর্তৃপক্ষের উচিত অবিলম্বে তা স্বীকার করে দ্রুততম সময়ে ফলাফল সংশোধন করে দেওয়া।
ডার্ক টু হোপ/এসএইচ