প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)।
স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) সহযোগিতায় বিমান নিরাপত্তা (এভিএসইসি) প্রাথমিক গোয়েন্দা তথ্য এবং প্রোফাইলিংয়ের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় এক লাখ ৮৭ হাজার ৭৪২ রিঙ্গিত মূল্যের বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে। জব্দকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার রিঙ্গিত, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন ২২ হাজার ৭০০ রিঙ্গিত মূল্য, ৫ হাজার ৪২ রিঙ্গিত নগদ টাকা এবং বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে গ্রেফতারদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে ইস্যু করা পাসের শর্ত লঙ্ঘনের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) নিয়ম লঙ্ঘনের অভিযোগে সন্দেহ করা হচ্ছে, এবং অন্যজন একই আইনের ধারা ৬(১)(গ) এর অধীনে অপরাধ করার অভিযোগে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতার এবং জব্দের পর একটি পুলিশ প্রতিবেদনও দাখিল করা হয়েছে।
একেপিএস জানিয়েছে, সংশ্লিষ্ট আইনি বিধান অনুসারে মামলা পরিচালনার প্রক্রিয়ার মাধ্যমে আরও তদন্তের জন্য গ্রেফতারদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
একেপিএস বলছে, এই সাফল্য দেশের প্রবেশপথগুলিতে চোরাচালান কার্যকলাপ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা এবং কার্যকারিতা প্রমাণ করে। এর মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ অবাঞ্ছিত উপাদানের প্রবেশ বন্ধ করা।
ডার্ক টু হোপ/এসএইচ