Publish: Monday, 18 August, 2025, 8:34 PM

পোল্যান্ডে আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানী ওয়ারশতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন এস এম জামান।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মুনিরুজ্জামান, আমিনুল ইসলাম চাকদার সাকু, তানিয়া আফরিন, শরিফ আহমেদ, ইমরান হোসেন রনি, গাজী লিমনসহ আরো অনেকে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, আজ বাংলাদেশ স্বাধীনতাবিরোধী চক্রের নিয়ন্ত্রণে। রাজাকার, জামায়াত-শিবির এবং তাদের দোসররা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা ও জাতীয় নিদর্শনগুলোকে আঘাত করছে। দেশের সার্বভৌমত্ব এখন মারাত্মক হুমকির মুখে।
তারা আরও বলেন, বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই স্বাধীনতার সম্মান রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই এটা প্রমাণিত যে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র ভরসাস্থল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এজন্য দলের সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, “পোল্যান্ড আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ, আমরা রাজাকার-জামায়াত-শিবিরের হাত থেকে দেশকে মুক্ত করতে লড়াই চালিয়ে যাব। অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা ভয়হীনভাবে রুখে দাঁড়াবো এবং গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমরা থেমে থাকব না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের প্রতিটি কর্মী এ সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি আমি স্পষ্ট করে বলতে চাই, পোল্যান্ড আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অব্যাহত নির্যাতনের সময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। নিপীড়ক ইউনূস সরকারের অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রবাস থেকেও সক্রিয়ভাবে সহযোগিতা চালিয়ে যাব।”
এ সময় পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চাকদার সাকু বলেন, “আজ বাংলাদেশে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছে স্বাধীনতাবিরোধী শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রবাসে থেকেও আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেব এবং দেশের মানুষের পাশে থাকব।”
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডার্ক টু হোপ/এসএইচ