দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৭ জন। তবে এ সময়ে কেউ মারা যাননি। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৯০৮ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ১১৮ জনেই রয়েছে।
শনিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন
রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৩২৮ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডার্ক টু হোপ/এসএইচ