Publish: Tuesday, 2 September, 2025, 8:02 AM

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের হামলা গভীর চক্রান্তের অংশ। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রও হতে পারে।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, “সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করবে।”
ডার্ক টু হোপ/এসএইচ