Publish: Tuesday, 2 September, 2025, 10:25 PM

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ৪৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করার কৌশলের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দরে কেনা হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ