Publish: Wednesday, 3 September, 2025, 7:41 AM

আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিতের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই নির্বাচনে অন্য কোনো দেশকে থাবা মারার সুযোগ দেওয়া হবে না।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অনন্য। এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের ও সব রাজনৈতিক দলের নির্বাচন। তিনি বলেন, “এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের এবং ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের নির্বাচন।”
তিনি আরও বলেন, “নিজের ভূমিতে দেশ পরিচালনার এই নির্বাচন। এই নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না।”
বৈঠকে অংশ নেওয়া দলগুলো:
এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
দুর্গাপূজা উপলক্ষে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেকেই গণ্ডগোলের চেষ্টা করবে, তবে আমরা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করব।”
তিনি আরও বলেন, নির্বাচন যেন সবার জন্য ভালো অভিজ্ঞতা হয়—আগে যারা ভোট দিতে পারেননি বা তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন, এবার তাদের জন্য ভোটের পরিবেশ নিশ্চিত করা হবে।
অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
ডার্ক টু হোপ/এসএইচ