Publish: Tuesday, 16 September, 2025, 11:47 PM

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামের বিরুদ্ধে সাংবাদিককে জেল খাটানোর হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। সংগঠন দুটি দ্রুত তাকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানান। একইভাবে বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইনও এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার শিকার সাংবাদিক কাওসার আজম নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও বিএআরএফের সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, ৮ সেপ্টেম্বর নন-ইউরিয়া সার আমদানির তথ্য জানতে কৃষি মন্ত্রণালয়ে গেলে অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম তাকে আগের একটি প্রতিবেদনের জেরে ফৌজদারি মামলা ও জেল খাটানোর হুমকি দেন।
দুই সংগঠন বিবৃতিতে জানিয়েছে, কোনো প্রতিবেদন মিথ্যা মনে হলে একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবাদ জানাতে পারতেন। কিন্তু প্রকাশ্যে একজন সাংবাদিককে জেল খাটানোর হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। তারা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ দ্রুত এ ঘটনায় ব্যবস্থা নেবে।
ডার্ক টু হোপ/এসএইচ