রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
ধর্ম
জুমার দিনে ইসলামি বইমেলায় পাঠকদের ভিড়
নিউজ ডেস্ক
Publish: Friday, 3 October, 2025, 6:26 PM

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গত ১৩ সেপ্টেম্বর থেকে এ মেলা শুরু হয়। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা মেলা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে আছে স্টলগুলোর প্রবেশ পথ। কোথাও কোথাও জমে আছে পানি। দুয়েকজন পানি সরাচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করেই পাঠকরা স্টলগুলোতে ভিড় করছেন। আগতরা জানিয়েছেন, বৃষ্টিস্নাত দিনে মেলায় এসে বেশ ভালো লাগছে।

এবারের মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নতুনমাত্রা পেয়েছে। মেলায় রয়েছে ১৯৯টি স্টল। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামি পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বইমেলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে।

কোরআন-হাদিসের গ্রন্থ, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের ইসলামি বই, সাহিত্য ও ইতিহাস— সব মিলিয়ে বৈচিত্র্যময় সংগ্রহের পসরা সেজেছে এ মেলায়। প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, ক্বিরাত ও হামদ-নাত পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।

মিরপুর থেকে বই কিনতে আসা কলেজপড়ুয়া দিলদার হোসেন বলেন, ‘ভেজা আবহাওয়ায় বই কিনতে বেশ আরাম লাগছে। এখানে এসে মনমতো পছন্দনীয় বই কেনা যাচ্ছে। আমি শিশুতোষ কয়েকটি বই কিনেছি।’

সিয়ান পাবলিকেশনের আশরাফুল ইসলাম রাফি বলেন, মেলায় পাঠকদের সাড়া মিলছে, তবে আয়োজন অনুযায়ী আরও বেশি প্রত্যাশা ছিল। প্রচারের অভাবে সেটা কিছুটা কম।

ইত্তিহাদ পাবলিকেশনের প্রকাশক মাওলানা মোহাম্মদ ইশতিয়াক বলেন, এবারের আয়োজন বেশ বর্ণিল ও সুশৃঙ্খল। এবার বিদেশি প্রকাশকরা আসায় মেলায় মাদ্রাসাছাত্র ও আলেমদের আনাগোনা বেশি। আবহাওয়া ভালো থাকলে শেষ পর্যন্ত মেলা আরও জমে উঠবে ইনশাআল্লাহ।

মেলার স্পন্সর প্রতিষ্ঠান মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ইসলামি সাহিত্যের গুরুত্ব অপরিসীম, কারণ এটি ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের প্রচার করে, ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করে এবং মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে। এর অন্যতম মাধ্যম হলো বই। বিভিন্ন প্রকাশনী এই মেলায় একত্র হয়েছে, যার ফলে পাঠকদের বই কিনতে সুবিধা হচ্ছে। এই বইমেলা ইসলামি সাহিত্যের জন্য নতুন দিগন্ত। মূলত দ্বীনের খেদমত, ইসলামি সাহিত্যের জাগরণে সহায়তার উদ্দেশ্যেই মুসান্নিফ গ্রুপ এবারের ইসলামি বইমেলায় স্পন্সর করেছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
ধর্ম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝