সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত বছরেরও বেশি সময় পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। পরে তিনি সেখানে গাড়ীতে বসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন ।
এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে , বুধবার রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন তাৎক্ষণিক চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়ার সমাধি জিয়ারতের ব্যবস্থা করা হয়। হঠাৎ খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে।
ডার্ক টু হোপ/এসএইচ