রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বিনোদন
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 11 October, 2025, 10:43 AM

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা নিয়মিতভাবে চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।’

তিনি আরও বলেন, “বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর বিভ্রান্তিকর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে জয় বলেন, ‘কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় মিথ্যা খবর ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমার বাবার ভক্তরা কষ্ট পাচ্ছেন। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি, যাকে চিকিৎসকরা “টার্গেট থেরাপি” বলছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম বলেন, “গত ২৬ এপ্রিল থেকে আব্বু আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ডা. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সোম থেকে শুক্রবার, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ বিশ্রামে থাকবেন।”

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত রোববার (৫ অক্টোবর) বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই দোয়ায় শিল্পীরা প্রার্থনা করেন, প্রিয় সহকর্মী ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝